ডিজিএফআইয়ের কাছে গুমের শিকার ১৫৮ ব্যক্তির তালিকা দিল মায়ের ডাক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের কাছে বিভিন্ন সময় গুমের শিকার ১৫৮ ব্যক্তির একটি তালিকা দিয়েছে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। গুমের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার রাজধানীর কচুক্ষেত এলাকায় ডিজিএফআইয়ের কার্যালয়ে গিয়ে এই তালিকা দেন সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক কারণে ২০১৩ সাল থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত যত ব্যক্তিকে গুম ও খুন করা হয়েছে, তা তদন্ত করতে হবে। এসব ঘটনার সঙ্গে ডিজিএফআই, র‍্যাব, পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব কর্মকর্তা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

সানজিদা ইসলাম আরও বলেন, তাঁরা ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফয়জুর রহমানের কাছে একটি তালিকা দিয়েছেন। তাঁর দাবি, গুম ও খুনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর নিরাপত্তাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান জড়িত।