এ বছর লতিফুর রহমান পুরস্কার পেলেন প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া
প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে চালু করা বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর পাঁচ তারকা র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত সুধী সমাবেশে এ কে এম জাকারিয়ার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ নানা শ্রেণি–পেশার বিশিষ্টজনদের নিয়ে চলছে এই অনুষ্ঠান। সেখানে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এ কে এম জাকারিয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে ২০২১ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এবার নিয়ে চতুর্থবার এই পুরস্কার দেওয়া হলো। প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। দ্বিতীয়বার পেয়েছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং গত বছর পেয়েছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল।
এবার এই পুরস্কার পাওয়া এ কে এম জাকারিয়া প্রথম আলোতে কর্মরত আছেন পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে। বর্তমানে তিনি সম্পাদকীয় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।