সনাতন জাগরণ মঞ্চের কর্মসূচি ১৫ দিনের জন্য স্থগিত

গত ২৫ অক্টোবর আট দফা দাবিতে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে বড় সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চছবি: প্রথম আলো

সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর অধিকার নিয়ে আন্দোলনরত সনাতন জাগরণ মঞ্চ সারা দেশে তাদের প্রতিবাদ কর্মসূচি ১৫ দিনের জন্য স্থগিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল বুধবার রাতে মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু একটি ভিডিও বক্তব্য দিয়ে কর্মসূচি স্থগিতের কথা জানান।

পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন চিন্ময় প্রভু। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল, প্রশাসনের কিছু ব্যক্তি এবং কিছু বহিরাগত সাম্প্রতিক ঘটনাপ্রবাহের উদ্দেশ্যমূলক ভুল ও অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। ঘটনার সঙ্গে আন্দোলনকে জড়ানোর অপকৌশল নিয়েছে। হাজারী লেনে একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়াশীল চক্র দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় আছে। এই অপতৎপরতা যেন বাড়তে না পারে, এ জন্য আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে।

চিন্ময় প্রভু আরও বলেন, ‘সরকার আমাদের অনুরোধ করেছে স্থিতিশীলতা বজায় রাখার জন্য। এ ছাড়া তারা আমাদের দাবিগুলোর নিয়ে আন্তরিকতা দেখিয়েছে। তারা আমাদের কিছুটা সময় চায়। আমরা তাদের অনুরোধ বিবেচনায় নিয়েছি।’

এ ছাড়া বিএনপিসহ বিভিন্ন বড় রাজনৈতিক দল সনাতন জাগরণ মঞ্চের আট দফা দাবি এবং ১৯ জনের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে চিন্ময় প্রভু দাবি করেছেন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিপীড়ন এবং মঠ মন্দিরে হামলার বিচার দাবিতে ‘সনাতন জাগরণ মঞ্চের’ আত্মপ্রকাশ ঘটে। তারা আট দফা দাবিতে আন্দোলন করে আসছে।

গত ২৫ অক্টোবর আট দফা দাবিতে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে বড় সমাবেশ করে এবং দেশের আটটি বিভাগেও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।