বিতর্কিত দুটিসহ আরও ২৯ সংস্থা পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি স্থানীয় প্রতিষ্ঠানকে দেশি পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসির জনসংযোগ নতুন নিবন্ধন পাওয়া ২৯ পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ করেছে।
যে সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে, তার মধ্যে বিতর্কিত দুটি সংস্থা ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন রয়েছে। এর আগে প্রথম দফায় শর্ত পূরণ না করায় তাদের আবেদন বাতিল করেছিল ইসি। এ ছাড়া তালিকায় আরও এমন কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলো নামসর্বস্ব।
এর আগে প্রথম ধাপে ৬৭টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। আগের তুলনায় এবার দেশি পর্যবেক্ষক সংস্থা কম হওয়ায় নিবন্ধনের জন্য গত সেপ্টেম্বরে দ্বিতীয়বার আবেদন আহ্বান করে ইসি। যাচাই শেষে আরও ২৯ সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচিত করে ইসি। গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এসব সংস্থার বিরুদ্ধে কোনো দাবি-আপত্তি থাকলে তা ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়। দাবি-আপত্তি জানানোর সময় গত সোমবার শেষ হয়। নির্ধারিত সময়ে কোনো আপত্তি আসেনি। পরে এই সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়া হয়। আগামী নির্বাচনে সব মিলিয়ে ৯৬টি দেশি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ পাবে।