ইন্সট্যান্ট ইফতার: প্রথম পর্যায়ের কুইজে পুরস্কার জিতলেন যাঁরা
পবিত্র রমজান উপলক্ষে নানা আয়োজন করেছে প্রথম আলো ডটকম। তেমনই একটি আয়োজন ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত ‘ইন্সট্যান্ট ইফতার’। অনুষ্ঠানটির প্রতি পর্বেই একটি করে রেসিপি দেখানো হয়, যেগুলোতে ব্যবহার করা হয় ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার।
অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ করতে রাখা হয়েছে দর্শকের অংশগ্রহণ। প্রতি পর্বের শেষে রয়েছে ওই পর্বের ওপর ভিত্তি করে একটি কুইজ। কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি সপ্তাহে নির্বাচিত হন ভাগ্যবান পাঁচজন।
আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে প্রথম দুই সপ্তাহে প্রচারিত ১৪ পর্বের কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি সপ্তাহে বিজয়ী পাঁচজনের মধ্যে তিনজন পুরস্কার হিসেবে পান যথাক্রমে স্মার্টফোন, ইলেকট্রিক ওভেন ও ইনডাকশন চুলা এবং দুজন পান বিশেষ গিফট হ্যাম্পার। ওই পর্বগুলোতে সর্বমোট প্রায় ১৫ হাজার দর্শক কুইজে অংশ নিয়েছেন।
দুই সপ্তাহের বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। সবাইকে আসন্ন ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ী সবাইকে অনেক অভিনন্দন। প্রথম আলো ও ফ্রেশের এ আয়োজন সুন্দর হওয়ার অন্যতম কারণ পাঠক-দর্শকদের অংশগ্রহণ। পাঠকেরা এ আয়োজনে অংশ নিয়ে অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ করেছেন। পাঠকেরাই প্রথম আলোর শক্তি। আশা করি ভবিষ্যতেও আমাদের আয়োজনগুলোতে আপনাদের পাশে পাব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহকারী মহাব্যবস্থাপক মাহবুব মিলন। তিনি বলেন, ‘প্রথম আলোর মতো পাঠকপ্রিয় একটি পত্রিকার সঙ্গে এই আয়োজনে যুক্ত হতে পেরে ফ্রেশ পরিবার আনন্দিত। এ আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি রমজানে খুব কম সময়ে একটা স্বাস্থ্যকর রেসিপি দর্শকদের উপহার দেওয়ার জন্য। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সব সময় চেষ্টা থাকে গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দিতে। “ইন্সট্যান্ট ইফতার” অনুষ্ঠানের সামনের পর্বগুলোর কুইজেও পাঠক-দর্শকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে আমাদের প্রত্যাশা।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, ডিজিটাল বিজনেস বিভাগের সিনিয়র ম্যানেজার রুহুল আমিন রনি, কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই প্রমুখ।
প্রথম ও দ্বিতীয় সপ্তাহের কুইজে অংশ নিয়ে স্মার্টফোন জিতেছেন যথাক্রমে ঢাকার রুবিনা আক্তার রুবি ও নাঈম আহমেদ। ইলেকট্রিক ওভেন জিতেছেন কুমিল্লার রোকেয়া বেগম ও ঢাকার খাদিজা জাহান অরিন। ইনডাকশন চুলা জিতেছেন সিলেটের শাহরিয়ার ফয়সাল ও ঢাকার সাদিয়া হাসি। বিশেষ গিফট হ্যাম্পার পেয়েছেন ঢাকার সামিয়া রহমান বৃষ্টি, আয়মু ফাইজা, নাজমুল হক ও ময়মনসিংহের মাহদী হাসান। এ ছাড়া সব বিজয়ীর জন্য ছিল প্রথম আলোর ই-পেপারের ছয় মাসের ফ্রি সাবস্ক্রিপশন।
উল্লেখ্য, প্রথম আলো ডটকমের সহযোগিতায় ৩০ পর্বে নির্মিত ‘ইন্সট্যান্ট ইফতার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মারিয়া নূর। তাঁর সঙ্গে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, অভিনয়শিল্পী সোহানা সাবা ও রাফিয়াত রশীদ মিথিলা ও কথাসাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানটি রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় একযোগে প্রচারিত হচ্ছে প্রথম আলো ডটকম, প্রথম আলো, ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজসহ দেশের প্রথম সারির ৯টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে।