উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয় আর অনন্য ডিজাইনের কারণে স্যামসাংয়ের টিভি সারা বিশ্বেই জনপ্রিয়। বহুল সমাদৃত দক্ষিণ কোরিয়ার এই ব্র্যান্ডটির ‘সি-সিরিজ’-এর ‘নিয়ো কিউএলইডি ফোর-কে’ টিভিতে যুক্ত সর্বাধুনিক ফিচারগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে এখন আরও সমৃদ্ধ করবে। দেশের বাজারে সি-সিরিজের অনন্য মডেল ‘কিউএন ৮৫সি’-এর ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি টিভি প্রযুক্তি ও বিনোদনপ্রেমীদের মাঝে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। স্যামসাং কিউএন ৮৫সি টিভির চমৎকার সব ফিচার নিয়েই এই আয়োজন।
কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি
স্যামসাং ‘নিয়ো কিউএলইডি কিউএন ৮৫সি’ টিভিতে মিনি এলইডিসমৃদ্ধ কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই মিনি এলইডির আকার সাধারণ এলইডির তুলনায় ৪০ ভাগের এক ভাগ, যা ছবিকে করে তুলবে আরও প্রাণবন্ত ও ঝকঝকে। কোয়ান্টাম ম্যাট্রিক্স কন্ট্রাস্টের ফলে এই টিভিতে ব্রাইটনেসে সাদা রং ও ডার্ক দৃশ্যে কালো রং আলাদা ও স্পষ্টভাবে বোঝা যাবে। তাই টিভিতে যেকোনো ছবির খুঁটিনাটি আরও নিখুঁতভাবে উপভোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারী।
নিউরাল কোয়ান্টাম ফোর-কে প্রসেসর
নিয়ো কিউএলইডি টিভির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে নিউরাল কোয়ান্টাম ফোর-কে প্রসেসর। এটি ২০টি আলাদা প্রসেসিং সিস্টেমের মাধ্যমে টিভির প্রতিটি ফাংশন আরও নিখুঁতভাবে সমন্বয় করে সেরা পারফরম্যান্স নিশ্চিত করে। নিয়ো কিউএলইডি টিভির এআই আপস্কেলিং টেকনোলজি টিভিতে চলা যেকোনো এইচডি বা এফএইচডি কনটেন্টকে ফোর-কের কাছাকাছি কনটেন্টে রূপান্তরিত করে। ফলে ক্রিস্টাল ক্লিয়ার ছবির সঙ্গে দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত হবে। পাশাপাশি স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন ও এআই কোয়ান্টাম প্রসেসরের সমন্বয়ের ফলে নিয়ো কিউএন ৮৫সি মডেলের টিভির ইন্টারফেসে কোনো ল্যাগ বা অনাকাঙ্ক্ষিত বিরতির ঝামেলা পোহাতে হবে না। এই অপারেটিং সিস্টেমের (ওএস) কারণে টিভির যেকোনো অ্যাপ্লিকেশন মাত্র ৩ সেকেন্ডে চালু হয় এবং এটি অন্যান্য ওএসের মতো সময়ের সঙ্গে সঙ্গে স্লো হয়ে যায় না।
শতভাগ কালার ভলিউম
স্যামসাং নিয়ো কিউএলইডি টিভির কিউএন ৮৫সি একমাত্র টেলিভিশন মডেল, যেটি দর্শকদের জন্য শতভাগ কালার ভলিউম নিশ্চিত করে। ফলে যেকোনো ব্রাইট বা ডার্ক দৃশ্যও অনেক বেশি রঙিন ও প্রাণবন্ত দেখায়। সেই সঙ্গে এটি বিশ্বের প্রথম টিভি, যা ‘প্যান্টোন ভ্যালিডেটেড’ স্বীকৃতি অর্জন করেছে। এর এইচডিআর টেনপ্লাস টেকনোলজির মাধ্যমে কোয়ান্টাম এইচডিআর প্রতিটি দৃশ্য নিখুঁত ও সূক্ষ্মভাবে উপস্থাপন করে। কখনো বার্ন-ইন না হওয়ায় স্যামসাং কিউএন ৮৫সি মডেলের টিভির কালার ও কোয়ালিটি দীর্ঘদিন অটুট থাকে।
নিয়োস্লিম ডিজাইন
স্যামসাং সি-সিরিজের নিয়ো কিউএলইডি কিউএন ৮৫সি টিভিতে রয়েছে নিয়োস্লিম ডিজাইন। অর্থাৎ এটি অন্য যেকোনো টিভির তুলনায় অনেক স্লিম। এ ছাড়া এই টিভিতে রয়েছে ‘ফোর সাইড বাউন্ডলেস’ স্ক্রিন, ফলে ব্যবহারকারীদের জন্য ছবির সাইজ নিয়ে কোনো অস্বস্তি বা বিরক্তি আসবে না। টিভিটি ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি দেয়াল ও ঘরের সৌন্দর্যকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে।
সোলার সেল রিমোট
স্যামসাং নিয়ো কিউএলইডি কিউএন ৮৫সি টিভিটি নিয়ন্ত্রণ করা যাবে সোলার সেল রিমোটের সাহায্যে। রিমোটটিতে পরিবেশবান্ধব সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে, ফলে এতে সাধারণ ব্যাটারি ব্যবহার করার প্রয়োজন নেই। ইউএসবি সি-টাইপ চার্জার ছাড়াও বিশেষ এই রিমোটটি সূর্যের আলো বা ইনডোর লাইটের মাধ্যমে চার্জ করা যাবে। এই রিমোটে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ভয়েস ও ওয়েব ব্রাউজ করার জন্যও আলাদা বাটন রয়েছে।
অন্যান্য ফিচার
স্যামসাং নিয়ো কিউএলইডি কিউএন ৮৫সি টিভির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। এই প্রযুক্তির কারণে মাল্টি ডিরেকশনাল স্পিকারের মাধ্যমে টিভি থেকে থ্রিডি সাউন্ড ইফেক্টের দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। টিভিটিতে আরও রয়েছে মাল্টি ভিউ, যার ফলে পাশাপাশি দুটি কনটেন্ট উপভোগ করা যাবে, এমনকি দুটি কনটেন্ট দেখার সময় সাউন্ডও দুটি আলাদা সোর্স থেকে শোনার সুযোগ থাকছে। সি-সিরিজের নতুন এই টিভি থেকে ‘গুগল ডুও’ বা ‘মিট’-এর মতো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও কল করা যাবে। টিভি থেকে খুব সহজেই মোবাইল ফোনের ক্যামেরা বা ওয়েবক্যাম সংযুক্ত করে বড় স্ক্রিনে ভিডিও কল করা সম্ভব।
এই টিভির রিফ্রেশ রেট ১২০ হার্জ, ফলে গেমিংয়ের ক্ষেত্রেও সেরা পারফরম্যান্স নিশ্চিত করবে এই টিভি। এ ছাড়া এই টিভিতে বিক্সবি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। ফলে এখন ভয়েস কমান্ডের মাধ্যমেই টিভি থেকে কোনো তথ্য জানা বা কাজ করা যাবে। এমনকি ফার ফিল্ড ফাংশনের মাধ্যমে রিমোট না ধরেই কমান্ড দিয়ে কাজ করানো যাবে। স্যামসাংয়ের নতুন এই মডেলের টিভির দাম যথাক্রমে ৫৫ ইঞ্চি ২ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা, ৬৫ ইঞ্চি ৩ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা এবং ৭৫ ইঞ্চি ৪ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।
টিভি এখন কেবল ইনডোর বিনোদনের মাধ্যম বা আমাদের ঘরের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে নেই, বরং এটি আমাদের রুচি ও লাইফস্টাইলকেও সমানভাবে তুলে ধরে। আর স্যামসাংয়ের টিভি মানে একই সঙ্গে সেরা দামে সেরা ফিচার আর নির্ভরযোগ্যতার নিশ্চয়তা।
স্যামসাং নিয়ো কিউএলইডি কিউএন ৮৫সি টিভি ক্রয় বা এ ব্যাপারে বিস্তারিত জানতে আপনার নিকটস্থ স্যামসাং অফিশিয়াল শোরুমে যোগাযোগ করুন। অথবা কল করুন ০৮০০০৩০০৩০০ এই নম্বরে।