দুই সাবেক সংসদ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

রণজিত কুমার রায় ও আয়শা ফেরদাউসফাইল ছবি

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য আয়শা ফেরদাউস ও যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই সংসদ সদস্য ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

দুদক সূত্র জানায়, দুদকের কাছে সাবেক সংসদ সদস্য আয়শা ফেরদাউসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাঁর সম্পদের মধ্যে রয়েছে হাতিয়া বাজারে বহুতল ভবন, ভূঁইয়ার হাট নামক স্থানে তিনতলা বাড়ি, পুশালী বাজারে চারতলা মার্কেট। তাঁর স্বামীর নামেও বিপুল পরিমাণ নগদ অর্থ, ব্যাংকে টাকা, গাড়ি, মৎস্য ব্যবসাসহ অনেক সম্পদ রয়েছে।

এদিকে রনজিত কুমার রায় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ ছিল ৪ লাখ ১০ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামে ৭০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা মূল্যের ৫ তোলা সোনা। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৪৯ লাখ ৮ হাজার টাকা। তাঁর স্ত্রীর সম্পদ বেড়েছে ১ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা।