হত্যার অভিযোগে শেখ হাসিনা, কাদেরসহ ১৪৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে সাইদুর রহমান (২২) নামের এক তরুণকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। আজ সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন নিহত সাইদুরের মা লাভলী বেগম।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর ১০ দিন পর ১৫ আগস্ট তাঁর বিরুদ্ধে প্রথম মামলা হয় ঢাকার আদালতে। এর পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে অন্তত ২৩৩টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৯৮টি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে।
আজকের মামলার কাগজপত্রের তথ্য বলছে, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কের কুতুবখালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে অংশ নেন সাইদুর রহমান। একপর্যায়ে আন্দোলনে আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ মুন্নাসহ অন্য আসামিরা গুলিবর্ষণ করেন। তখন সাইদুরের গলায় গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আসামির তালিকায় আছেন যাঁরা
মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ মজিবুল বশর মাইজভান্ডারী, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, সাবেক সচিব মেহের কান্তি মজুমদার, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, ডিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার ইকবাল হোসেন ও উপকমিশনার গোলাম মোস্তফা রাসেলকে আসামি করা হয়েছে।