বৃষ্টিতে বেহাল চট্টগ্রামের সড়ক

কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি সড়ক এখন বেহাল। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে সড়ক দিয়ে যানবাহন চালাতে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অনেক সময় ছোট–বড় গর্তে পড়ে নষ্ট হচ্ছে গাড়ি। অসহায় যাত্রীরাও। বৃহস্পতিবার নগরের বিভিন্ন সড়ক থেকে তোলা ছবি নিয়ে এ গল্প।

১ / ৯
নগরের ব্যস্ততম সড়কগুলোর একটি স্ট্র্যান্ড রোড। বৃষ্টিতে এই সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
২ / ৯
ট্রাক থেকে পড়ে যায় গমের বস্তা। সেই বস্তা তুলছেন লোকজন।
৩ / ৯
গর্তের কারণে যানবাহন চালাতে ভোগান্তি পোহাতে হয় চালকদের।
৪ / ৯
পুরো সড়কটিই যেন গ্রাস করেছে গর্ত।
৫ / ৯
গর্ত এড়িয়ে সাবধানে চলছে যানবাহন।
৬ / ৯
হালিশহরের বড় পোল এলাকায় ভাঙা সড়কে বসানো হয়েছে ইট।
৭ / ৯
হালিশহর ওয়াপদা এলাকায় পানি–কাদায় ঢেকে গেছে সড়ক।
৮ / ৯
সড়কের এমন গর্ত থেকে ঘটতে পারে দুর্ঘটনা।
৯ / ৯
ইট দিয়ে নগরের লালখান বাজার এলাকায় গর্ত মেরামত করা হয়েছে।