মডেল মরিয়ম আক্তারকে অব্যাহতির বিরুদ্ধে আপিল শুনবেন হাইকোর্ট, আত্মসমর্পণের নির্দেশ

মরিয়ম আক্তার মৌফাইল ছবি

মাদক মামলা থেকে মডেল মরিয়ম আক্তার মৌকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে করা আপিল শুনবেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে মরিয়ম আক্তারকে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের তথ্যমতে, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ওই মামলায় ২০২২ সালের ২৬ জুলাই মরিয়ম আক্তার মৌকে অব্যাহতি দেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত বছর হাইকোর্টে আপিল করে। আপিলটি আজ আদালতের কার্যতালিকায় ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। তিনি প্রথম আলোকে বলেন, ‘মৌয়ের কাছ থেকে ৭৫০টি ইয়াবা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ওই মামলায় ১০ জন সাক্ষ্য দিয়েছিলেন, যাঁরা বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ। তাই আসামিকে খালাস দেওয়ার সুযোগ ছিল না। যে কারণে রাষ্ট্রপক্ষ আপিলটি করে। মাদক মামলায় মৌকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এ আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে মৌকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। তিনি জামিন আবেদন করলে তা বিচারিক আদালতকে বিবেচনা করতেও বলা হয়েছে।’

২০২১ সালের ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, মদসহ মরিয়ম আক্তার মৌকে আটক করে ডিবি পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় তাঁর বিরুদ্ধে ওই মামলা হয়।