চট্টগ্রামে বস্তিতে আগুন, এক নারীর মৃত্যু

আগুন
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার একটি বস্তিতে আগুনে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে চান্দগাঁওয়ের ‘এক কিলোমিটার’ এলাকার বস্তিতে আগুন লাগে। আগুনে প্রায় ৫০টি ঘর পুড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।

মারা যাওয়া নারীর নাম হাছিনা বেগম (৫৫)। আগুনে কয়েকজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, আগুন লাগার পর ওই নারী ঘর থেকে বের হতে পারেননি। পরে তাঁর দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভানোর কাজ করতে গিয়ে তাদের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আহত কর্মীর নাম মোহাম্মদ ইব্রাহিম।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, তারা সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

অবশ্য প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা পাশের একটি পোশাক কারখানা থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

কালুরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, আগুন নিভে গেছে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিরূপণ করে জানানো হবে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (পটিয়া) মুহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, লামার বাজার ও কালুরঘাট স্টেশন থেকে মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।