২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রকাশিত হলো ‘বাংলাদেশের নাট্যচর্চার পাঁচ দশক’ গ্রন্থ

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় ‘বাংলাদেশের নাট্যচর্চার পাঁচ দশক’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা।ছবি: প্রথম আলো

বাংলাদেশের ৫০ বছরের নাট্যচর্চার একটি স্পষ্ট ইতিহাস উঠে এসেছে ‘বাংলাদেশের নাট্যচর্চার পাঁচ দশক’ নামের বইয়ে। বইটি থেকে শুধু ইতিহাস জানা যাবে তা–ই নয়, বিষয়সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এখান থেকে অনেক উদাহরণ পাবেন। যেসব বিষয় এ বইয়ে স্থান পায়নি তা নিয়ে দ্বিতীয় খণ্ড প্রকাশ হতে পারে।

‘বাংলাদেশের নাট্যচর্চার পাঁচ দশক’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকদের কথায় উঠে আসে এসব মতামত। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় অনুষ্ঠিত হয় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বইয়ের মোড়ক উন্মোচন করেন। ২৭ জন লেখকের লেখা নিয়ে প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন নাট্যজন অভিজিৎ সেনগুপ্ত। তিনি বইটি নিয়ে আলোচনা করেন।

বই নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সংকলনভুক্ত রচনাকারদের মধ্যে বয়োজ্যেষ্ঠ লেখক মঞ্চসারথি আতাউর রহমান। গ্রন্থ নিয়ে আলোচনা করেন নাট্যগবেষক ও নির্দেশক ইসরাফিল শাহীন, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, নাট্যকার গাজী রাকায়েত।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সঞ্চালনা করেন নাট্যজন চন্দন রেজা। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকাশক অশোক রায় নন্দী। বইটি প্রকাশিত হয়েছে নবযুগ প্রকাশনী থেকে।