বিএনপির ভৈরব-সিলেট রোডমার্চ কাল, চট্টগ্রামের কর্মসূচি পেছাল
সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার দুই প্রান্ত টঙ্গী ও কেরানীগঞ্জে সমাবেশের পর আগামীকাল বৃহস্পতিবার সিলেট মহাসড়কে রোডমার্চ করবে বিএনপি। সকাল ৯টায় ভৈরব বাসস্টেশন থেকে সমাবেশের মাধ্যমে এই রোডমার্চ শুরু হবে। এটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হবে।
এদিকে চট্টগ্রামের রোডমার্চ দুই দিন পিছিয়ে ৫ অক্টোবর করা হয়েছে।
বিএনপি জানিয়েছে, এই রোডমার্চে দলের স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা থাকবেন। ময়মনসিংহ ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকেরা এ কর্মসূচির সমন্বয় করছেন।
বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত সোমবার ৮টি সমাবেশ ও পাঁচ অঞ্চলে রোডমার্চের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আগামী ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম রোডমার্চের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। এখন চট্টগ্রামের রোডমার্চ দুই দিন পিছিয়ে ৫ অক্টোবর করা হয়েছে। গতকাল মঙ্গলবার টঙ্গী ও কেরানীগঞ্জে সমাবেশ হয়।