সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ বুধবার দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

অক্টোবরে প্রাক্‌-নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র

সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
ছবি: শুভ্র কান্তি দাশ

বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে পরিস্থিতি মূল্যায়নে প্রাক্‌-নির্বাচন পর্যবেক্ষক দল (প্রি-অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম) পাঠাবে যুক্তরাষ্ট্র। গতকাল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এসব কথা জানান।
বিস্তারিত পড়ুন:

‘খাতিরের’ প্রকল্প, ইচ্ছেমতো অনিয়ম: বিধবাদের তালিকায় পুরুষ, টাকা নয়ছয়, কাজে লাগেনি প্রশিক্ষণ

গ্রিন হাউসের ওপর প্রশিক্ষণ পান লালমনিরহাটের আদিতমারি উপজেলার রমজান আলী ও তাঁর স্ত্রী সালেহা বেগম। নিয়ম অনুযায়ী তাদের প্রশিক্ষণ পাওয়ার কথা নয়। এই পরিবার স্বচ্ছল।
ছবি: প্রথম আলো

গ্রিনহাউস না দেওয়ার এ ঘটনা সরকারি-বেসরকারি (জিও-এনজিও) যৌথ উদ্যোগে প্রশিক্ষণসংক্রান্ত প্রকল্পে অনিয়মের একটি উদাহরণ। করোনাকালে দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরি ও স্বাবলম্বী করে তোলার নামে এমন ২১টি প্রকল্পে সমাজসেবা অধিদপ্তর ৫০৩ কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে ১৩টি প্রকল্পের কাজ শেষ, ৮টির কাজ চলছে; তবে শেষের পথে। তিন মাস ধরে পাঁচটি প্রকল্প নিয়ে সরেজমিন অনুসন্ধান ও সুফলভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকল্পের অনেক ক্ষেত্রেই নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে। প্রকল্পগুলোয় দেওয়া স্বল্পমেয়াদি ও নামকাওয়াস্তে প্রশিক্ষণ কাজে লাগেনি বলে স্বীকার করেছেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাই।
বিস্তারিত পড়ুন:

‘বেয়াদব’ আখ্যা দিয়ে জিব ছিঁড়ে ফেলার হুমকি নিক্সনের, শামা বললেন ‘ভয় পাই না’

ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে বক্তব্য দেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী। গতকাল সোমবার সালথা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে ‘বেয়াদব’ আখ্যায়িত করে ‘জিব ছিঁড়ে ফেলার’ হুমকি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। গত সোমবার রাতে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে তিনি বলেন, ‘আপনি (শামা) সাবধান হয়ে যান। ভবিষ্যতে যদি নেত্রীকে (শেখ হাসিনা) নিয়ে বেয়াদবি বক্তব্য দেন, দক্ষিণবঙ্গে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বিস্তারিত পড়ুন:

সু চিকে পাঁচ মামলায় ক্ষমা ঘোষণা জান্তা সরকারের

রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময়ই মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে সেনা সরকারের অধীন বন্দীদশায় কাটাতে হয়েছে
রয়টার্স ফাইল ছবি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির পাঁচ মামলায় সাধারণ ক্ষমা করা হয়েছে। এর ফলে তাঁর কারাবাসের মেয়াদ ছয় বছর কমবে। গতকাল দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। বৌদ্ধধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে দেশটির জান্তা সরকার সাত হাজারের বেশি কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর আওতায় সু চিও পড়েছেন।
বিস্তারিত পড়ুন:

আসছে নতুন এক ‘ভাইরাস’

‘ভাইরাস’–এর পোস্টার
চরকির সৌজন্যে

‘আসছে নতুন একধরনের ভাইরাস...আপনি কি আক্রান্ত?’ এ রকম একটা ক্যাপশন দিয়ে গত রোববার সন্ধ্যায় নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করে চরকি। রাত থেকেই পোস্টারটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক দর্শক। এটি চরকি অরজিনাল সিরিজ ‘ভাইরাস’-এর পোস্টার।
বিস্তারিত পড়ুন: