তিনটি কনটেইনারে ভরে পাচার হচ্ছিল ১৫ কোটি টাকার তামার তার

কক্সবাজারের মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার তামার তার পাচারের সময় নৌবাহিনীর সদস্যরা জব্দ করেন। গতকাল দুপুরেছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র থেকে অবৈধভাবে পাচারের সময় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের তামার তার জব্দ করেছে নৌবাহিনী। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে। তিনটি কনটেইনারে ভরে এসব তার পাচারের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় আজ রোববার সন্ধ্যায় মহেশখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড।

এর আগে গতকাল শনিবার বেলা একটার দিকে বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট এলাকা থেকে এসব তামার তার জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের নিজাম উদ্দিন, মো. সেলিম ও জাকির হোসেন; ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. ফারুক, সোনাগাজী উপজেলার নুরুল হক এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার মোহাম্মদ কামাল। তাঁরা ইকবাল মেরিন নামে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানের কর্মী।

তামার তার পাচারের চেষ্টার ঘটনায় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ মির্জানুল হাসান মহেশখালী থানায় লিখিত অভিযোগ দেন। এতে কোল পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, এ মামলা দুর্নীতি দমন কমিশনের (দুদকের) শিডিউলভুক্ত। তাই অভিযোগটি থানায় সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক কার্যালয়ে পাঠানো হবে।

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মিনহাজুল আবেদীন বলেন, কোল পাওয়ারের কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে একটি সিন্ডিকেট বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এসব তামার তার পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌবাহিনী এসব তার জব্দ করে ছয়জনকে আটক করে।