সাংবাদিক আলী হাবিব মারা গেছেন

কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিবছবি: সংগৃহীত

দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব মারা গেছেন। আজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কালের কণ্ঠে আলী হাবিবের একজন সহকর্মী প্রথম আলোকে বলেন, আজ বিকেলে অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত পৌনে আটটার দিকে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। আজ রাতে কালের কণ্ঠের অফিস প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। জানাজা শেষে রাতে তাঁর মরদেহ ঝিনাইদহের গ্রামের বাড়িতে নেওয়া হবে।

আলী হাবিব ১৯৬৪ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠে সম্পাদকীয় সহকারী হিসেবে যোগ দেন। পরে ২০০১ সাল থেকে সহকারী সম্পাদক ও ফিচার বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ‘রঙ্গভরা বঙ্গদেশ’ ও ‘ঝিলিমিলি’ ফিচার পাতার বিভাগীয় সম্পাদক ছিলেন তিনি। ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে তিনি দৈনিক কালের কণ্ঠে কর্মরত ছিলেন।