ইলিশ রপ্তানির সিদ্ধান্ত স্থগিত চেয়ে রিট

ইলিশ মাছফাইল ছবি: প্রথম আলো

ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বুধবার রিটটি দায়ের করা হয়।

রিটে বাণিজ্যসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্রসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন

২১ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানির অনুমতিসংক্রান্ত আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্যসচিব, মৎস্য ও প্রাণিসম্পদসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবরে পরদিন আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। এতে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন

ওই নোটিশের জবাব না পেয়ে আজ রিটটি দায়ের করেন বলে জানান আইনজীবী মো. মাহমুদুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশের রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী, ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো পণ্য নয়। এই মাছ রপ্তানি করতে হলে যথাযথ শর্ত পূরণ করতে হবে। ইলিশ মাছ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এ ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুস্পষ্ট অনুমোদন ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় এককভাবে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিতে পারে না। এটা এখতিয়ারবহির্ভূত। রিটে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন স্থগিতের পাশাপাশি দেশের পদ্মা, মেঘনাসহ নদীর ইলিশ মাছ রপ্তানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রিটটি শুনানির জন্য শিগগিরই হাইকোর্টে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন