ঢাকার নিউমার্কেট, খিলগাঁও, কক্সবাজারের ঈদগাঁ ও মোংলায় জাতীয় নাগরিক কমিটি ঘোষণা
সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে ঢাকার নিউমার্কেট ও খিলগাঁও, কক্সবাজারের ঈদগাঁ এবং বাগেরহাটের মোংলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিউমার্কেট থানায় ৭২ সদস্যের ও খিলগাঁও থানায় ৭২ সদস্যের প্রতিনিধি কমিটি করার কথা জানায় জাতীয় নাগরিক কমিটি।
পৃথক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের ঈদগাঁয় ১০৪ সদস্যের ও বাগেরহাটের মোংলায় ৭৫ সদস্যের প্রতিনিধি কমিটি গঠন করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।
১৮ নভেম্বর ঢাকার কলাবাগান থানা, ১৭ নভেম্বর কদমতলী থানা এবং ১৬ নভেম্বর ধানমন্ডি, রামপুরা, চকবাজার, কামরাঙ্গীরচর ও লালবাগ থানায় প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। এর আগে ১৩ নভেম্বর ভাটারা ও কাফরুল থানায়, ১০ নভেম্বর পল্লবী থানায়, ৯ নভেম্বর হাতিরঝিল থানায় এবং ৮ নভেম্বর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া ১২ নভেম্বর টাঙ্গাইলের সদর ও মধুপুর উপজেলা এবং ২৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর, কুমিল্লা সদর থানা ও ঘাটাইল উপজেলায় প্রতিনিধি কমিটি ঘোষণা করে নাগরিক কমিটি।