আর্কেশিয়া বিশেষ স্থাপত্য পুরস্কার জিতলেন বায়েজিদ মাহবুব
স্থাপত্যের জন্য এশিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কার আর্কেশিয়া স্থাপত্য পুরস্কার-২০২৩-এ দুটি স্বর্ণপদক জিতেছেন স্থপতি বায়েজিদ মাহবুব খোন্দকার। তিনি নকশবিদ আর্কিটেক্টসের প্রধান স্থপতি।
গতকাল সোমবার ফিলিপাইনের বোরাকায় আইল্যান্ডে নিউ কোস্ট কনভেনশন সেন্টারে আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়ার ২০তম কংগ্রেসে এই পুরস্কার প্রদান করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক দায়বদ্ধ স্থাপত্য প্রকল্পের জন্য বিশেষ পুরস্কার হিসেবে কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিনফিল্ড ফ্যাক্টরি প্রকল্পের জন্য স্বর্ণপদক জিতেছেন বায়েজিদ মাহবুব। তিনি শিল্পপ্রতিষ্ঠান ক্যাটাগরিতেও বিজয়ী হয়ে স্বর্ণপদক লাভ করেন। বাংলাদেশের আরও তিন স্থপতি মোস্তফা আমীন, স্থপতি ইকবাল হাবিব ও স্থপতি ইশতিয়াক জহিরও অন্যান্য ক্যাটাগরিতে সম্মানসূচক পুরস্কার পেয়েছেন।
বায়েজিদ মাহবুব ২০২২ সালে ইউআইএ–২০৩০ পুরস্কার পেয়েছিলেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব আর্কিটেক্টস (ইউআইএ) এবং ইউএন হ্যাবিটেট যৌথভাবে কারুপণ্যের সবুজ কারখানার জন্য এ পুরস্কার দিয়েছিল। নারায়ণগঞ্জের আমান মসজিদের জন্য গত বছর ৩১তম জেকে সিমেন্ট আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস পেয়েছিলেন তিনি।
১৯৯৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন বায়েজিদ। একজন স্থপতি হিসেবে বিভিন্ন টাইপোলজি ও স্কেলে বাংলাদেশকে তুলে ধরেন বায়েজিদ। তাঁর নকশায় বাংলাদেশের ভৌগোলিক অঞ্চলের অন্তর্নিহিত বিভিন্ন ধরন নিয়ে কাজ করার প্রয়াস থাকে।
রংপুর শহরের রবার্টসনগঞ্জে স্থাপিত কারুপণ্য রংপুর লিমিটেডের এই কারখানার ভবন শীতল রাখা হয়েছে এক বিশেষ ধরনের স্থাপত্যকৌশল প্রয়োগ করে। এতে কারখানাটির ৮০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। বিদ্যুতের ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনে একটি সবুজ (গ্রিন) কারখানা গড়ে তোলাই ছিল এই কারখানার লক্ষ্য। এর নকশায় কারখানা ভবন ও মানুষের মধ্যে একটি ঘনিষ্ঠ বন্ধন স্থাপন করতে সফল হয়েছেন বায়েজিদ মাহবুব।