১০ কোটি টাকার আইস ভর্তি ব্যাগ ফেলে পালালেন পাচারকারী
মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় আইস নামে পরিচিত ক্রিস্টাল মেথ ভর্তি ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়েছেন একজন পাচারকারী। আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যাগ থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেন বিজিবির সদস্যরা।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, পাচারকারীর ফেলে যাওয়া ক্রিস্টাল মেথ উদ্ধার করেছেন। উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে জমা রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, আজ ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদী সীমান্তের চৌধুরীপাড়া পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির দুটি দল ওই এলাকা নজরদারিতে রেখেছিল। একপর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একজনকে ছোট একটি ব্যাগসহ চৌধুরীপাড়া স্লুইসগেটের দিকে আসতে দেখে থামার নির্দেশ দেওয়া হয়। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকটি সঙ্গে থাকা ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগটি খুলে পাওয়া যায় ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)। যার আনুমানিক মূল্য সাড়ে ১০ কোটি টাকা।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী ও কোস্টর্গাড স্টেশনসংলগ্ন এলাকা থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মো. আবদুর রহমান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।