বাজারে এল আকিজ এমডিএফ বোর্ড
দেশের বোর্ড ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান প্রতিষ্ঠান আকিজ পার্টিকেল বোর্ড মিলস্ লিমিটেড বাজারে এনেছে মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বা এমডিএফ বোর্ড।
ইঞ্জিনিয়ার্ড কাঠ দিয়ে অত্যাধুনিক জার্মান প্রযুক্তিতে তৈরি আকিজ এমডিএফ বোর্ড একটি (ই-২ গ্রেড) এমডিএফ বোর্ড, যা নিশ্চিত করে মসৃণ সারফেস ও মজবুত বন্ধন। এই বহুমুখী বোর্ড পোকামাকড় বা ঘুণে ধরা এবং আর্দ্রতা প্রতিরোধী এবং সহজেই বিভিন্ন নিখুঁত ডিজাইন উপযোগী।
আকিজ বশির গ্রুপের অপারেশন ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘নিখুঁত ফিনিশিং এবং বহুবিধি ব্যবহার উপযোগিতার কারণে দেশের ইন্টেরিয়র এবং ফার্নিচার খাতে এমডিএফ বোর্ডের চাহিদা বেড়েই চলছে। গুণগতমানের পণ্য দিয়ে এই অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা এমডিএফ বোর্ড বাজারজাত শুরু করেছি।’
আকিজ এমডিএফ বোর্ড, প্লেইন বোর্ডের পাশাপাশি মেলামাইন বোর্ড, ভিনিয়ার্ড বোর্ড, হাই গ্লস (ইউভি) এবং সুপারম্যাটসহ বিভিন্ন সারফেসে বাজারজাত করা হচ্ছে।
পার্টিকেল বোর্ড, প্লাইউড এবং প্রোএজ এজব্যান্ডও তৈরি করছে আকিজ বোর্ড, যা দিয়ে নান্দনিক ও আকর্ষণীয় ফার্নিচার তৈরি হয়।