রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে
সারা দেশে আজ শুক্রবার রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ শেষ রাত থেকে কাল সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া আজ প্রথম আলোকে বলেন, রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা বাড়বে। ফলে শীত কিছুটা বাড়তে পারে। তবে ১৬ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে।
রাজধানীবাসী আজ সাপ্তাহিক ছুটির দিনের সকালটা ঝকঝকে আকাশ পেয়েছে। এমন পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।
আজ সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল বৃহস্পতিবার টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় পাবনার ঈশ্বরদীতে, ১১ মিলিমিটার।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল থেকে ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে। কাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৪ মিনিটে।