বায়ুদূষণে ১২৫ শহরের মধ্যে ঢাকা আজ সকালে সপ্তম

বায়ুদূষণফাইল ছবি

রাজধানী ঢাকার বাতাস আজ শনিবার অস্বাস্থ্যকর। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে আজ সকাল সোয়া ১০টার দিকে ঢাকার স্কোর ১৬২। এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আজ বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম। এ সময় ৪৮৯ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে আছে ভারতের দিল্লি।

এর আগে গতকাল শুক্রবার সকালেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর ছিল।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে ঢাকার ইস্টার্ন হাউজিং-২, গুলশান-২ ও সাভারের হেমায়েতপুর।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ১০ দশমিক ৯ শতাংশ বেশি।

সুরক্ষায় করণীয়

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।