বৃষ্টি বাড়তে পারে আরও

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে
ফাইল ছবি

সকাল থেকে রাজধানীর আকাশ ছিল কালো মেঘে ঢাকা। তবে সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বৃষ্টি হয়েছে মাত্র এক মিলিমিটার। হঠাৎ করে বেলা তিনটার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। ৩ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে যায় শহরের বিভিন্ন সড়ক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আবহাওয়ার পরিস্থিতি ছিল এমনটাই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকালের তুলনায় আজ শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। ১৪ আগস্ট পর্যন্ত চলতে পারে বৃষ্টি। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজধানীতে আজও সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। সকালের দিকে রাজধানীর অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকাসহ দেশের অর্ধেকের বেশি এলাকায় শক্তিশালীভাবে অবস্থান করছে মৌসুমি বায়ু, যে কারণে এসব এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে।