বায়ুদূষণে বিশ্বের ১২১ শহরের মধ্যে আজ ১৫তম ঢাকা

বায়ুদূষণঅলংকরণ: আরাফাত করিম

রাজধানীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর পরিমাণ ছিল ৯ মিলিমিটার। বৃষ্টি হলে ঢাকার বাতাস সাধারণত কিছুটা ভালো হয়। বাস্তবে তাই হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান ১৫তম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১২০। বাতাসের এই মান ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এই সংবেদনশীল জনগোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তি। গতকাল ঢাকার স্কোর ছিল ১৬২, অর্থাৎ অস্বাস্থ্যকর।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ছিল ৯৯৫। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ৩৩৮।

ঢাকার বায়ু আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস, মহাখালীর আইসিডিডিআরবি ও ইস্টার্ন হাইজিং।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৮ শতাংশ বেশি।

এ পরিস্থিতিতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম যতটা সম্ভব এড়াতে হবে। আরও একটি পরামর্শ হলো, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।