ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার নাম বারবার উঠে আসছেফাইল ছবি

ঢাকার বাতাসের বর্তমান অবস্থা ‘অস্বাস্থ্যকর’। আজ রোববার সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৮ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ছিল পঞ্চম।

এর আগে গত দুই দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে দিন কাটিয়েছেন নগরবাসী। ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর। গত শুক্রবার ও শনিবার বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

আজ সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৮৮। আজ তালিকার শীর্ষে থাকা ঘানার আক্রার স্কোর ৩২৩। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৭৩। আর পাকিস্তানের লাহোর ২০৩ স্কোর নিয়ে আছে তৃতীয় স্থানে।

ছবি: একিউআই ওয়েবসাইট থেকে নেওয়া

একিউআই স্কোরে আজ সকাল ১০টায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে আছে চীনের হাংঝু—স্কোর ১৯৩, পঞ্চমে থাকা ঢাকার স্কোর ১৮৮। এরপর আছে নেপালের কাঠমান্ডু—স্কোর ১৭৮ ও চীনের সাংসাই—স্কোর ১৭৬।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।