আগামী কয়েক দিন গরম বাড়বে
মৌসুমি বায়ু কিছুটা দুর্বল অবস্থায় আছে। সেই সুযোগে বর্ষাও কিছুটা বিরতি দিয়েছে। আর তাতেই সূর্যের দাপট বেড়ে গেছে। সারা দেশে একযোগে উত্তাপ বাড়তে শুরু করেছে। চুয়াডাঙ্গা ও পাবনার সর্বোচ্চ তাপমাত্রা রীতিমতো তাপপ্রবাহের পর্যায়ে পৌঁছে গেছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা বেড়ে ৮০ শতাংশের বেশি হয়ে উঠেছে। এসব মিলিয়ে ভরা বর্ষায় গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন সারা দেশে গরম আরও বাড়তে পারে। আজ সোমবার দেশের বেশির ভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে আর্দ্রতাও বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি নামলেও তা বেশি সময় স্থায়ী হবে না। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের দু–এক স্থানে সামান্য বৃষ্টি ঝরতে পারে। আর মাসের শেষের দিকে আবারও মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে বৃষ্টি বাড়াতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, বাতাসে প্রচুর আর্দ্রতা আছে। এ কারণে রোদ ও আর্দ্রতা মিলে গরমের অস্বস্তি বেশি অনুভূত হচ্ছে। আগামী তিন-চার দিন পর আবারও বৃষ্টি বাড়তে পারে। তারপর টানা কয়েক দিন বৃষ্টি থাকতে পারে।
এদিকে গতকাল রোববার রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। বৃষ্টিও কমে আসে। ফলে দিনভর রাজধানীবাসী গরমের কষ্টে ভুগেছে। তবে দুপুরের দিকে রাজধানীর কয়েকটি স্থানে কয়েক পশলা বৃষ্টি হয়। তা–ও সব মিলিয়ে মাত্র ৫ মিলিমিটার। আর দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮৬ মিলিমিটার।
বাতাসে প্রচুর আর্দ্রতা আছে। এ কারণে রোদ ও আর্দ্রতা মিলে গরমের অস্বস্তি বেশি অনুভূত হচ্ছে। আগামী তিন-চার দিন পর আবারও বৃষ্টি বাড়তে পারে। তারপর টানা কয়েক দিন বৃষ্টি থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক
অন্যদিকে গতকাল দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।