ছুটির দিনে ঢাকার বাতাসের এ কী হাল

বায়ুদূষণফাইল ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকার বায়ুদূষণের বড় উৎস যানবাহন ও কলকারখানার ধোঁয়া। সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে যানবাহন কম চলে। আবার অনেক কলকারখানাও বন্ধ থাকে। তাই কর্মদিবসগুলোতে বায়ুদূষণ পরিস্থিতি খারাপ হয়। গত মঙ্গলবার থেকে টানা তিন দিন সকালের দিকে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। আজ শুক্রবার ছুটির দিনের সকালে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর।’ আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২৫৫। আর বিশ্বের নগরগুলোর মধ্যে দূষণে ঢাকার অবস্থান তৃতীয়।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান ছিল ৯ম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৭০।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৭৩২। আর দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি, স্কোর ছিল ৬৪৯।

ঢাকার বায়ু আজ খুব অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে বেচারাম দেউড়ি, আইসিডিডিআরবি ও আগা খান একাডেমি।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৪ শতাংশ বেশি। গতকাল ছিল ১৬ শতাংশ বেশি।

সুরক্ষায় করণীয়

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ হলো, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।