দুই বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন অবস্থা দেশের অনেক স্থানেই। তবে আগামীকাল শনিবার থেকে মেঘ কিছুটা কেটে যাবে। আর দেশের দুই বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বসন্ত ঋতুর প্রথম মাস ফাল্গুন শেষের পথে। দিন দিন বাড়ছে তাপমাত্রা। তবে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। এখনকার সময়কে আবহাওয়াবিদেরা প্রাক্‌–মৌসুমি বায়ুর সময় বলে থাকেন। আর এ সময় তাপমাত্রা বেড়ে যাওয়ার অবস্থায় থাকে। এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে মেঘ সৃষ্টির হওয়ার সম্পর্ক আছে বলে জানান আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, এখন প্রাক্‌–মৌসুমি বায়ুর সময়। এ সময় বাতাসের গতিপ্রকৃতি ভিন্ন ধারার হয়। সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। এ সময় তাই আকাশে মেঘ জমা স্বাভাবিক।

অবশ্য হাফিজুর রহমান বলেন, আগামীকাল থেকে আজকের মতো আকাশ ততটা মেঘলা থাকবে না।

আজ সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দুই বিভাগে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ওই তেঁতুলিয়াতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।