কুমিল্লার বাতাস আজ বেশি ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরে ঢাকা চতুর্থ

একিউআই ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকার বাতাসের বর্তমান অবস্থা ‘অস্বাস্থ্যকর’। আজ সোমবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮২ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ছিল চতুর্থ। তবে ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস আজ বেশি ‘অস্বাস্থ্যকর’। কুমিল্লার স্কোর ২৬৬।

গত শুক্র ও শনিবার বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন

আজ সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) তালিকার শীর্ষে ভারতের রাজধানী দিল্লির স্কোর ২৫৬। ঘানার আক্রা ২১৬ স্কোর নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এরপর আছে পাকিস্তানের লাহোর স্কোর ১৯৩, ঢাকার স্কোর ১৮২, ইরাকের বাগদাদ স্কোর ১৭৯, ভারতের মুম্বাই স্কোর ১৭৭, পাকিস্তানের করাচি ১৭১ স্কোর নিয়ে আছে সপ্তমে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একিউআই ওয়েবসাইট থেকে নেওয়া

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।