শীতের অনুভূতি কেন বেশি

শীত থেকে বাঁচাতে সন্তানকে গরম কাপড়ে মুড়িয়ে বের হয়েছেন এক মা
ফাইল ছবি: প্রথম আলো

দেশের বেশির ভাগ এলাকায় শীতের অনুভূতি বেড়েছে। আজ শুক্রবারও একই আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটিই বলা হয়েছে।

আরও পড়ুন

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার নিকলীতে, ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগের অন্যান্য জেলা টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা বিভাগের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যও কিছুটা কমেছে। যে কারণে শীতের অনুভূতি আগের চেয়ে একটু বেশি হচ্ছে। গতকাল ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাদারীপুরে, ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কুয়াশা একটু বেশি সময় থাকার কারণে সূর্যের আলো কম পাওয়া যাচ্ছে। এতে সর্বোচ্চ তাপমাত্রা কমে গেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যখন পার্থক্য কমে আসে, তখন ঠান্ডার অনুভূতি বেশি হয়।