বায়ুদূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে আজ দ্বিতীয় ঢাকা
আজ মঙ্গলবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা।
আজ সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৭৬। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
আজ বিশ্বে বায়ুদূষণে ৪৮৭ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে আছে ভারতের দিল্লি।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
২ ও ৫ ডিসেম্বর এবং গতকাল সোমবারও ঢাকার বায়ু ছিল দুর্যোগপূর্ণ। বায়ুমান ৩০০-এর বেশি হলেই তা দুর্যোগপূর্ণ হয়। আর পরপর তিন দিন টানা তিন ঘণ্টা করে দূষণ এ পর্যায়ে থাকলে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার রীতি আছে।
ঢাকার বায়ুর আজ যে মান, তা যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এর মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস (৩৯৪), সাভারের হেমায়েতপুর (৩৮৮) ও ইস্টার্ন হাউজিং–২ (৩৭০)।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৭ গুণ বেশি।
সুরক্ষায় করণীয়
আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।