বর্ষায় তাপ বাড়ছে, কমছে বৃষ্টিও
চলতি জুন মাসের ১৭ দিন চলে গেল। এর মধ্যে ১৫ জুন ছিল বাংলার বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের প্রথম দিন। এই ১৭ দিনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে, বলছে আবহাওয়া অধিদপ্তর। এই প্রতিষ্ঠানের একাধিক আবহাওয়াবিদ এবং অন্য বিশেষজ্ঞদের করা একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, বর্ষায় বৃষ্টি কমে যাচ্ছে। আবার এ সময় তাপ বেড়ে যাচ্ছে।
বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। এ মাসে গড় বৃষ্টির পরিমাণ ৫২৩ মিলিমিটার। এরপরই বেশি বৃষ্টি হয় জুন মাসে, পরিমাণ ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার। তবে এ মাসে এখন পর্যন্ত (১৬ জুন) স্বাভাবিক বৃষ্টি হয়নি বলেই জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ ব্যতীত দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। খুলনাসহ অনেক স্থানে তাপপ্রবাহ ছিল। বর্ষা মৌসুমে এখন তাপ বেড়ে যাচ্ছে।
বর্ষায় বৃষ্টি কমছে
জার্নাল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সে ২০১৫ সালে প্রকাশিত ‘১৯৫২ থেকে ২০১২ সাল পর্যন্ত বর্ষা মৌসুমে বাংলাদেশে বৃষ্টির প্রবণতা’ শীর্ষক এক গবেষণায় আবহাওয়া অধিদপ্তরের ১২টি স্টেশনের উপাত্ত বিশ্লেষণ করা হয়। দেখা যায়, জুন, জুলাই ও আগস্ট মাসে গড় বৃষ্টিপাত যথাক্রমে শূন্য দশমিক ১৬ মিলিমিটার, শূন্য দশমিক ৩ মিলিমিটার এবং শূন্য দশমিক ১০ মিলিমিটার কমেছে।
গবেষণাটিতে ছিলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের গবেষণায় ৬০ বছরের বর্ষা মৌসুমে বৃষ্টির প্রবণতা তুলে ধরা হয়েছে। এখন টানা বৃষ্টি কমে যাচ্ছে। কিন্তু অল্প বৃষ্টির পরিমাণ বাড়ছে। আবার হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হয়েই আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
‘অ্যানালাইসিস অব লং-টার্ম রেইনফল ট্রেন্ডস ইন বাংলাদেশ’ শীর্ষক পৃথক এক গবেষণায় ১৯৮১ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে বিশেষভাবে বর্ষাকালে বৃষ্টির পরিমাণ কমে গেছে। চট্টগ্রাম বাদে অন্য বিভাগগুলোতেও বৃষ্টি কমে যাওয়ার প্রবণতা দেখা গেছে।
বর্ষায় বাড়ছে তাপ
বর্ষার বৃষ্টি তাপ কমিয়ে দেয়। তাই বৃষ্টি যখন কম হয়, স্বভাবতই বেড়ে যায় তাপ।
মুহাম্মদ আবুল কালাম মল্লিক ‘২০২৩ সালে বাংলাদেশে অস্বাভাবিক তাপপ্রবাহ’ শীর্ষক গবেষণা নিবন্ধে দেখিয়েছেন, বর্ষা মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকে। তবে গত বছরের জুন মাসে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠে যায়। পুরো বর্ষা মৌসুমে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে ওই সময়।
আবুল কালাম মল্লিক বলেন, গত বছর বর্ষা মৌসুমে তাপমাত্রা কয়েক দিন স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল; এটা অস্বাভাবিক।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বাংলাদেশে অনুভূত হচ্ছে। বর্ষা মৌসুমে বৃষ্টি কমে যাওয়া ও তাপ বৃদ্ধির মাধ্যমে তা বোঝা যাচ্ছে।