বৃষ্টি আজ হতে পারে উত্তরাঞ্চলে 

বৃষ্টি
ফাইল ছবি

টানা ১০ দিন ভারী বর্ষণের পর চট্টগ্রাম শহর অবশেষে বৃষ্টিহীন একটি দিন কাটাল গতকাল শুক্রবার। এদিন ঢাকায় সারা দিন মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হয়েছে সামান্য। দেশের সব মেঘ যেন উত্তরাঞ্চলের দিকে রওনা হয়েছে। সেখানে বৃষ্টি বাড়বে।

অবশ্য উত্তরাঞ্চলের আবহাওয়াও বেশ অদ্ভুত আচরণ করছে। রাজশাহীতে গতকাল সারা দিন তাপমাত্রা বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকালের তুলনায় আজ শনিবার সারা দেশে বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকার বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা আছে। উত্তর ও মধ্যাঞ্চলের অনেক এলাকায় বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও উপকূলীয় জেলাগুলোয় সার্বিকভাবে বৃষ্টি কমলেও সেখানকার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও পাহাড়ধসের আশঙ্কা আছে। তবে দেশের উপকূলীয় এলাকায় মৌসুমি বায়ু কিছুটা দুর্বল হয়েছে। ফলে সেখান থেকে সতর্কসংকেত সরিয়ে নেওয়া হয়েছে। নদীবন্দরেও কোনো সংকেত নেই।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু এখনো সারা দেশে সক্রিয়। তবে মাসের শুরুতে এটি যেমন তীব্র শক্তি নিয়ে হাজির হয়েছিল, এখন আর তেমনটা নেই। মাঝারি শক্তি নিয়ে তা সারা দেশে সক্রিয় থাকায় দেশের বেশির ভাগ এলাকায় আজ বৃষ্টি ঝরতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।