বৃষ্টিঝরা ছুটির সকালেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
বৃষ্টি হলে সাধারণত ঢাকার বায়ুর মান ভালো হয়ে যায়। আবার ছুটির দিনে যানবাহন চলাচল কম থাকার কারণেও বায়ুর মান অপেক্ষাকৃত উন্নত থাকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালেও বৃষ্টি হয়েছে। কিন্তু ঢাকার বায়ুর মানের কোনো উন্নতি হয়নি।
বিশ্বের ১২১টি শহরের মধ্যে আজ সকাল সাড়ে ১০টার দিকে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৮৯। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি। এই শহরের স্কোর ৪২১। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ছিল ২৫৮।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।
দূষণ থেকে সুরক্ষায় পরামর্শ
ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে আইসিডিডিআরবি, হেমায়েতপুর এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলসংলগ্ন এলাকা। এসব স্থানে দূষণের স্কোর যথাক্রমে ২৪৪, ২৩৯ ও ২০৩।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫–এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে সাড়ে ২২ শতাংশ বেশি।
ঢাকায় আজ বায়ুদূষণের যে অবস্থা, সেখান থেকে সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ করে রাখা।