ঢাকার বাতাস আজ মারাত্মক দূষিত, নগরবাসীর সুরক্ষায় পরামর্শ
আজ রোববার সকালে বিশ্বের মারাত্মক দূষিত অবস্থায় আছে রাজধানীর বায়ু। আজ সকাল সাড়ে ৮টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২৯১। এ মান খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আজ বিশ্বের ১২০টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। এ সময় ৩৯৯ স্কোর নিয়ে দূষণে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর।
গত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং গতকাল শনিবারও ঢাকার বায়ু ছিল খুব অস্বাস্থ্যকর।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২, ঢাকার মার্কিন দূতাবাস ও বেচারাম দেউড়ি।
ঢাকার বায়দূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২. ৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৪৩ শতাংশ বেশি।
সুরক্ষায় করণীয়
আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।