ঢাকার বাতাস আজ সকালে ‘খুবই অস্বাস্থ্যকর’
রাজধানী ঢাকার বাতাস আজ মঙ্গলবার সকালে ‘খুবই অস্বাস্থ্যকর’। আজ সকাল পৌনে আটটার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ২৩৪। বাতাসের এ মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ সকাল পৌনে আটটায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ। একই সময়ে ৩২০ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ভারতের নয়াদিল্লি। লাহোরের স্কোর ২৯৮, নয়াদিল্লির ২৯৪।
গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত আইকিউএয়ারের সূচকে ঢাকার বাতাস ছিল খুবই অস্বাস্থ্যকর। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তা ছিল ‘ঝুঁকিপূর্ণ’। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৩১৬।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।