নিম্নচাপের ধীরগতি, বৃষ্টি আজও থাকবে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করে গতকাল শনিবার থেকেই। এটি ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। তবে এর গতি ধীর বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাই আজ রোববারও এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ সারা দিনই বৃষ্টি হতে পারে; যদিও বৃষ্টি কমে গেছে গতকালের চেয়ে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার বৃষ্টি কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ সকালে প্রথম আলোকে বলেন, স্থল নিম্নচাপটি খুব ধীরে এগোচ্ছে। এর কেন্দ্র এখন ভারতের পশ্চিমবঙ্গে। এর প্রভাবেই আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় পটুয়াখালীতে, ২২৩ মিলিমিটার। আর এ সময় রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার।
বৃষ্টি আগের চেয়ে কমে এসেছে। গতকালও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কমে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, আজ বৃষ্টি গতকালের চেয়ে কম হচ্ছে। আগামীকাল তা আরও কমে যেতে পারে।
গত ২০ আগস্ট থেকে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চল ও উত্তর–পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। এর সঙ্গে ছিল উজানের পাহাড়ি ঢল। এ দুয়ের প্রভাবে ওসব অঞ্চলের অন্তত ১১ জেলায় বন্যা সৃষ্টি হয়। আক্রান্ত হয় এলাকাগুলোর অর্ধকোটি মানুষ।
গত সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড গরম পড়তে শুরু করে। দেশের অন্তত ২০টি জেলায় বয়ে যায় তাপপ্রবাহ। তবে গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় কক্সবাজার জেলায়। এতে কক্সবাজার শহর এবং জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়।