তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, আরও শীত পড়ার কথা জানাল আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তরছবি: সংগৃহীত

দেশের উত্তরের জেলাগুলোয় বরাবরের মতো এবারও শীত অপেক্ষাকৃত বেশি। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অফিস বলছে, আগামী চার দিন পর তাপমাত্রা আরও কমতে পারে। আবার কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে। আর মাস শেষে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের এ জনপদে, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় আগের বছরগুলোর মতো এবারও কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তবে দেশের অন্যত্র তাপমাত্রা আগামী অন্তত চার দিন প্রায় একই রকম থাকবে। তাপমাত্রা কমতে পারে ২৫ ডিসেম্বরের পর থেকে।

তেঁতুলিয়ার মতো দেশের শীতের ‘হটস্পট’ হলো নওগাঁর বদলগাছি এবং চুয়াডাঙ্গা। এবার দুই জেলায় একাধিক দফায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থেকেছে এই দুই এলাকায়। আজ বদলগাছি ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের কিছু জেলায় আগামী চার দিন পর কিছুটা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন এ কে এম নাজমুল হক। তাঁর কথা, এতে শীত বাড়তে পারে। আর মাসের শেষে মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে বলে জানান তিনি।