ছুটির দিনেও ঢাকায় মারাত্মক বায়ুদূষণ, সুরক্ষায় নগরবাসীর জন্য পরামর্শ

বায়ু দূষণঅলংকরণ: আরাফাত করিম

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বাতাসের মান খুব খারাপ। বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে রাজধানী ঢাকা আজ সকালে দ্বিতীয় অবস্থানে আছে। আজ সকাল ১০টার দিকে আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ২৬১। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল বৃহস্পতিবার প্রায় একই সময় ঢাকার স্কোর ছিল ২৩৫।

আজ বিশ্বে বায়ুদূষণে ৬১৭ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে আছে ভারতের দিল্লি।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার বায়ুর আজ যে মান, তা যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (৩৯২), পশ্চিম নাখালপাড়া রোড (৩৮০) ও গুলশান–২–এর রব ভবন (৩৬৬)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৭ গুণ বেশি।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।