রাজধানীর ৫ স্থানে আজ বায়ুর মান খুব অস্বাস্থ্যকর, সুরক্ষায় করণীয়

বায়ুদূষণফাইল ছবি

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববারের সকালে ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর। তবে নগরীর পাঁচ স্থানে পরিস্থিতি আরও নাজুক। সেসব এলাকার মান খুব অস্বাস্থ্যকর। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ।

আজ আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ১৯৭। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আজ বিশ্বে বায়ুদূষণে ৩৬২ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে আছে মঙ্গোলিয়ার উলানবাটোর। এরপর আছে মিসরের কায়রো, স্কোর ২৬১।

নগরীর সার্বিক বায়ুর মান অস্বাস্থ্যকর হলেও পাঁচ স্থানের বায়ুর মান খুব অস্বাস্থ্যকর। এর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (২৫৩), কল্যাণপুর (২৩৭), ১৯২/ই সড়ক ৯ (২২৬), বেচারাম দেউড়ি (২০৫) এবং আছে গুলশান-২ এর রব ভবন (২০২)।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৪ গুণ বেশি।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।