দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে আজ
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এ সময়ের নিম্নচাপ সাধারণত ঘূর্ণিঝড়ে পরিণত হয় না। এবারও তা–ই হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা।
অবশ্য আবহাওয়াবিদেরা বলছেন, এর প্রভাবে আগামী সোম বা মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে বন্যা উপদ্রুত এলাকাগুলোয় আবার নতুন করে সমস্যা সৃষ্টি হবে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র বলছে, ছোট নদী অববাহিকায় আগামী অন্তত তিন দিনে বন্যার আশঙ্কা নেই।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে প্রায় সারা দেশে সোম বা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে।
আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আজ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
মো. বজলুর রশীদ বলেন, সোম বা মঙ্গলবারের বৃষ্টির পর বন্যা উপদ্রুত এলাকা আবার নতুন করে বন্যাকবলিত হওয়ার কিছুটা আশঙ্কা আছে।
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত মাসের ২০ তারিখের দিক থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এতে আক্রান্ত হয় ১১টি জেলার অন্তত অর্ধকোটি মানুষ। এসব এলাকায় বন্যার ক্ষত এখনো শুকায়নি।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গতকাল প্রথম আলোকে বলেন, তিন দিন পর থেকে বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে বন্যার পূর্বাভাস আপাতত নেই।
সরদার উদয় রায়হান বলেন, প্রধান নদী অর্থাৎ ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকায় অন্তত আগামী ১০ দিনে বন্যার আশঙ্কা নেই। তবে ছোট বা আকস্মিক বন্যাপ্রবণ রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নদীগুলোর জন্য কোনো মধ্যমেয়াদি পূর্বাভাস নেই। মূলত ভারী বৃষ্টি টানা কত দিন হতে পারে, সেটা এখানে বিবেচ্য বিষয়। তবে এসব ছোট নদী অববাহিকাতেও আগামী অন্তত তিন দিনে বন্যার আশঙ্কা নেই। তাঁরা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
তিন দিন ধরে দেশে বৃষ্টির প্রবণতা কমে গেছে। আবার তাপমাত্রাও বেড়ে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বগুড়ায় এবং সিরাজগঞ্জের তাড়াশে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।