সিলেটে রাতে ভূমিকম্প
সিলেট শহরে গতকাল শনিবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্রের আবহাওয়াবিদ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, মূল কম্পন অনুভূত হয়েছে ভারতের মৈরাং এলাকায়। এটি উত্তর পূর্বে ভারতের মেঘালয় রাজ্যের একটি এলাকা।
জাকির হোসেন বলেন, ঢাকায় এর কোনো প্রভাব পড়েনি। এটি মৃদু মাত্রার কম্পন। কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাইনি।