যেকোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নতুন সরকারের চ্যালেঞ্জ: ইনু
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কোনো অজুহাত না দেখিয়ে যেকোনো মূল্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন সরকারের চ্যালেঞ্জ। বিএনপি ও জামায়াতের ষড়যন্ত্র–চক্রান্তের রাজনীতি মোকাবিলা করা, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা নির্মূল করা এবং ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাও নতুন সরকারের চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত শোকসভায় হাসানুল হক ইনু এসব কথা বলেন। সম্প্রতি প্রয়াত জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও সহসম্পাদক কামরুজ্জামান স্মরণে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াত এখনও রাষ্ট্রক্ষমতা পুনর্দখলের জন্য বিদেশি শক্তির কাছে ধরনা এবং ষড়যন্ত্রের পুরাতন রাজনীতি আঁকড়ে ধরে আছে। সরকার উৎখাতের অপরাজনীতির চির অবসান হওয়া দরকার বলেও মনে করেন তিনি। গত এক দশকে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা এবং পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান জাসদ সভাপতি।
সভায় আরও বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহসভাপতি ফজলুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক রোজনুজ্জামান, মোহম্মদ মোহসীন, ওবায়দুর রহমান, প্রয়াত জান নেতা সাখাওয়াত হোসেন সহোদর শফিকুল ইসলাম ও কামরুজ্জামানের সহধর্মিণী সঞ্চিতা সুলতানা প্রমুখ।