মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন ওরফে মঞ্জু। তিনি ছাত্রদলের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল বুধবার বিকেলে তাঁর পক্ষে ঢাকায় তৃণমূল বিএনপির প্রধান কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে আনোয়ার হোসেন আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বড়লেখা-জুড়ীতে আওয়ামী লীগের বিরোধী বড় একটি ভোট ব্যাংক আছে। তাঁরা ভোট দিতে চান। বিএনপি এই সুযোগ কাজে লাগাচ্ছে না। কিন্তু আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি। দল (তৃণমূল বিএনপি) আমাকে মনোনয়ন দেবে আশা করছি।’
মনোনয়ন ফরম কেনার আগে দল থেকে পদত্যাগ করেছেন কি না, তা জানতে চাইল আনোয়ার হোসেন বলেন, ‘পদ তো অটোমেটিক চলে যাওয়ার কথা। এখন সিদ্ধান্ত নেবে তারা (স্বেচ্ছাসেবক দল)। আমার পক্ষ থেকে করার আর কিছু নেই।’
জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুর রহমান বলেছেন, আনোয়ার হোসেন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তৃণমূল বিএনপি থেকে তাঁর মনোনয়ন ফরম কেনার বিষয়টি সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির নেতাদের জানানো হয়েছে। তাঁর (আনোয়ার) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের টিকিট পেতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও আইনবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মনোনয়ন ফরম কিনেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হতে চান জুড়ীর গরু-মহিষ ব্যবসায়ী ফারুক ভান্ডারি।