দুবাই এক্সপোতে ইউএসডিএ ওর্গানিক
দুবাই এক্সপো-২০২৪ এ অংশগ্রহণ করল বাংলাদেশের ইউএসডিএ ওর্গানিক সার্টিফায়েড ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিমিটেড। ‘মিডল-ইস্ট অর্গানিক অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট এক্সপো-২০২৪’ শিরোনামে দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিন দিনের এ আয়োজনে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় সব দেশের অর্গানিক ও ন্যাচারাল পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রতিষ্ঠানের পরিচালক ইফতেখার রশিদ জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা অর্গানিক নিউট্রিশন লিমিটেডের উৎপাদিত ফাংশনাল ফুড সম্পর্কে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন এবং মধ্যপ্রাচ্যে বাজারজাত করার ব্যাপারে এরই মধ্যে বেশ কিছু বায়ার সম্মতি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি