হাসপাতালে আহতদের জবানবন্দি নিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ছাত্র–জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের জবানবন্দি নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত সংস্থা।

আজ বুধবার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সেখানে চিকিৎসাধীন গুরুতর আহত ভুক্তভোগীদের জবানবন্দি নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

হাসপাতালে আহত ব্যক্তিদের পরিদর্শনকালে ট্রাইব্যুনালের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর এস এম মইনুল করিম ও তারেক আবদুল্লাহ।

ইবনে সিনা হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) নজরুল ইসলাম, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) পারভেজ কবীর, এজিএম অ্যান্ড অ্যাডমিন ইনচার্জ মুহাম্মদ জাকির হোসেন, অর্থোপেডিক সার্জন আবদুল্লাহ আল মাহমুদ, জেনারেল সার্জন হাসান আল বান্না, নিউরোসার্জন মুসান্না আশফাক, এসএমও মঈনুল ইসলাম, এজিএম মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।