সতেজতার নিশ্চয়তায় হাউস অব বাটারফ্লাইয়ের ইকোপ্লাস ফ্রিজ
প্রচণ্ড গরমে মানুষের যেমন হাঁসফাঁস অবস্থা হয়, তেমনি অতিরিক্ত গরমে নষ্ট হয় খাবারও। অন্যদিকে ব্যস্ত জীবনে প্রতিদিন বাজার করা সম্ভব নয়, তাই অনেকেই প্রয়োজনীয় সবকিছুই একসঙ্গে কিনে সংরক্ষণ করেন। আর খাবারকে সতেজ, সুস্বাদু ও স্বাস্থ্যকর রাখতে প্রয়োজন একটি ভালো প্রযুক্তিসম্পন্ন, মানসম্মত, পর্যাপ্ত স্পেসসহ রেফ্রিজারেটর বা ফ্রিজ। যেটি খাবারকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে টাটকা রাখে।
এই চিন্তার সমাধানে আছে দেশের শীর্ষস্থানীয় রেফ্রিজারেটর সরবরাহকারী প্রতিষ্ঠান ‘হাউস অব বাটারফ্লাই’-এর ইকোপ্লাস রেফ্রিজারেটর। ইলেকট্রনিক পণ্যের বাজারে স্বাচ্ছন্দ্য, প্রাচুর্য কিংবা প্রয়োজন—এ সবকিছুর সমাধান হিসেবে যুগ যুগ ধরে সবার দৃঢ় আস্থার জায়গায় আছে হাউস অব বাটারফ্লাই।
হাউস অব বাটারফ্লাইয়ের অন্যতম নিজস্ব ব্র্যান্ড ‘ইকো+’ রেফ্রিজারেটর ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই ফ্রিজ বিশেষভাবে জনপ্রিয় হওয়ার কারণ এর কার্যকারিতা, সাশ্রয়ী মূল্য, বিশাল পণ্য সমারোহ, পণ্যের ব্যাপক পরিসর, আউটলুক ও আধুনিক সব ফিচার।
ভোক্তারা এখনো ফ্রস্ট টেকনোলজি ফ্রিজে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই ইকোপ্লাস মূলত ফ্রস্ট ফ্রিজ নিয়েই কাজ করছে। তবে ধীরে ধীরে এই চিত্র পাল্টে যাবে। আমাদের দেশে ফ্রস্ট রেফ্রিজারেটরের চাহিদা বেশির কারণ ছিল ইলেকট্রিসিটির স্বল্পতা, যা এখন পরিবর্তন হচ্ছে। এখন ফ্রস্টের পাশাপাশি নো-ফ্রস্ট প্রযুক্তি নিয়েও কাজ করছে ইকোপ্লাস ফ্রিজ। ইকোপ্লাস রেফ্রিজারেটরে আছে বেশ কয়েকটি ক্যাটাগরির ফ্রিজ। যেমন সাইড বাই সাইড, টপ মাউন্ট, বটম মাউন্ট ও ফ্রিজার।
মূলত অত্যাধুনিক ও স্মার্ট সব ফিচার ইকোপ্লাস ফ্রিজকে করছে জনপ্রিয়। ইকোপ্লাস ফ্রিজের ‘মাল্টি এয়ার ফ্লো’ সিস্টেম ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাস সমানভাবে প্রবাহিত করে। এতে খাবার দীর্ঘক্ষণ ফ্রেশ ও স্বাদ রাখে অটুটু। এর ‘ওয়াইড ভোল্টেজ রেঞ্জ’ ভোল্টেজের ওঠানামার ভারসাম্য ধরে রেখে অনাকাঙ্ক্ষিত ক্ষতি প্রতিরোধ করে, তাই ইকোপ্লাস ফ্রিজ সম্পূর্ণ নিরাপদ। এ ছাড়া ইকোপ্লাস ফ্রিজে ব্যবহৃত এনার্জি সেভিং সিএফসি ফ্রি গ্যাস ওজোন স্তরের ভারসাম্য ধরে রাখে এবং পরিবেশের ক্ষতিকর প্রভাব কমাতে পারে। এর ‘সার্চ প্রটেকশন’প্রযুক্তি ফ্রিজকে বৃষ্টির দিনে বজ্রপাতের সময় বিদ্যুতের ভোল্টেজের পরিবর্তন থেকে রক্ষা করে। সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব ও সুরক্ষিত এই ফ্রিজ প্রতিদিনের এক বিশ্বস্ত সঙ্গী।
কোরবানির ঈদে যেন ফ্রিজের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়, তাই ঈদকে ঘিরে অনেকেরই পরিকল্পনা থাকে নতুন ফ্রিজ কেনার। এই বাড়তি খরচের ক্ষেত্রে ঈদ উপলক্ষে গ্রাহকদের রেফ্রিজারেটর কেনাকে সহজ করছে হাউস অব বাটারফ্লাই।
কোরবানির ঈদে ব্যাপক চাহিদার কারণে হাউস অব বাটারফ্লাই ইকোপ্লাস ফ্রিজ দিচ্ছে ‘ব্রিং মোর হ্যাপিনেস’ অফার। এখন ইকোপ্লাস ফ্রিজ কেনা যাবে মাসিক মাত্র ৪ হাজার ৫৭০ টাকা নগদ কিস্তিতে। এ ছাড়া এই ঈদে ইকোপ্লাস রেফ্রিজারেটরে থাকছে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ২৪০ দিন পর্যন্ত বিনা সুদে কিস্তির সুবিধা ও ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।
এত সব ফিচার ও সুবিধার পাশাপাশি ইকোপ্লাস ফ্রিজে গ্রাহকেরা পাবেন নানা বিক্রয়োত্তর সেবা। এই ফ্রিজে আছে ১০ বছরের কমপ্রেসর ওয়ারেন্টি ও দুই বছরের পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। এ ছাড়া নামমাত্র ডাউন পেমেন্ট আর প্রতি মাসে সহজ কিস্তিতে সহজেই ইকোপ্লাস ফ্রিজ কেনা যাবে।
ইকোপ্লাস ফ্রিজ নিতে চাইলে যোগাযোগ করুন আপনার কাছের হাউস অব বাটারফ্লাইয়ের শোরুমে।
আর ঘরে বসেই বাটারফ্লাইয়ের পণ্য নিতে চাইলে ভিজিট করুন –এ।
ঈদ উৎসবে আনন্দে মেতে উঠুন হাউস অব বাটারফ্লাইয়ের সঙ্গে। সতেজতার আশ্বাসে ঈদের খুশি হোক এবার ইকোপ্লাস ফ্রিজের সঙ্গে।