চিকিৎসকের অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, অন্যায়ভাবে কোনো চিকিৎসককে হেনস্তা করলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে কোনো চিকিৎসকের অবহেলায় রোগীর ক্ষতি হলে সেই চিকিৎসকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি তাঁর হাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামন্ত লাল সেনকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকাসহ সব বিভাগের স্বাচিপের সদস্য চিকিৎসকেরা এ অনুষ্ঠানে যোগ দেন।

চিকিৎসাব্যবস্থার ওপর দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন উল্লেখ করেন সামন্ত লাল সেন। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আমার হাতকে শক্তিশালী করুন। আমি চিকিৎসকদের মান–মর্যাদা ওপরে তুলতে চেষ্টা করব।’

অনুষ্ঠানে একাধিক আলোচক বলেন, একজন চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় চিকিৎসক সমাজ সন্তুষ্ট। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, একজন চিকিৎসক যেন স্বাস্থ্যসচিবের পদে বসতে পারেন, সামন্ত লাল সেনসহ সব চিকিৎসকের এখন সেই চেষ্টা করা উচিত।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, স্বাস্থ্য খাতের সমস্যাগুলো চিহ্নিত করতে ও সেগুলোর সমাধানের পথ খুঁজতে একটি সংস্থা বা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার।

স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নিয়ে একটি উপস্থাপনা দেন স্বাচিপের সভাপতি জামালউদ্দীন চৌধুরী। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, সামন্ত লাল সেনকে উপদেশ দেওয়ার দরকার নেই। চিকিৎসকেরা যেন তাঁদের কাজটি ঠিকমতো করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বাচিবের মহাসচিব অধ্যাপক কামরুল হাসান।