গরমে আইনজীবীদের পোশাক নিয়ে আলোচনায় বসছেন প্রধান বিচারপতি
তাপপ্রবাহ চলার মধ্যে আদালতে মামলার শুনানিকালে আইনজীবীদের পরিধেয় পোশাক বিষয়ে আগামী শনিবার আলোচনায় বসছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে ওই দিন বেলা ১১টায় আলোচনায় বসবেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
এর আগে আজই ঢাকায় আদালত এলাকায় শফিউল আলম নামের একজন আইনজীবীর মৃত্যু হয়। সহকর্মীরা বলছেন, ‘হিট স্ট্রোকে’ তিনি মারা যান।
আবহাওয়া অধিদপ্তরের ৯ মের তথ্য অনুযায়ী, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা গত ৩৪ বছরের মে মাসের রেকর্ড ছুঁয়েছে। আর সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রাও ৯ বছরের রেকর্ড ছুঁয়েছে।
সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে, অতি উষ্ণ তাপমাত্রার ঝুঁকিতে বাংলাদেশের গ্রামের ৩৭ দশমিক ৫ শতাংশ ও ঢাকার ৫৩ লাখ মানুষ।